বান্দরবানে নারীদের সুরক্ষায় ছাত্রলীগের মানববন্ধন ও আলোক প্রজ্জলন

NewsDetails_01

নোয়াখালীতে নারী নির্যাতন, ধর্ষণ-নিপীড়নের সম্পৃত্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সংহিসতার স্থায়ী অবসানের লক্ষে বান্দরবানে মানববন্ধন ও আলোক প্রজ্জলন করেছে জেলা ছাত্রলীগ।

আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান সদরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে জেলা ছাত্রলীগের কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলে মানববন্ধনে অংশ নেয়।

NewsDetails_03

এসময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বক্তারা, ধর্ষণ-নিপীড়নের সম্পৃত্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগসহ অনেকে ।

আরও পড়ুন