মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,গত ২৫ সেপ্টেম্বর টাস্কফোর্সের ৯ম সভায় ভারত থেকে প্রত্যাগত ৮২ হাজার পরিবারকে পুনর্বাসনের নামে এই পার্বত্য এলাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে জুমল্যান্ড তৈরীর ষড়যন্ত্র করা হচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে তাড়িয়ে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য পাহাড়ী কিছু সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে, এসময় তারা প্রশাসনের কাছে এসব কাজের সু-বিচার দাবি করেন,অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
মানববন্ধনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোঃ কামরান ফারুক, বান্দরবান জেলা শাখার যুগ্ন আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন আহ্বায়ক মো: শফিকুর রহমান ও সদস্য সচিব ফরহাদ ইসলামসহ পার্বত্য ছাত্র পরিষদের জেলার নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।