বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে সদর উপজেলা শাখার এই কমিটি গঠন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
৫১ সদস্য এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় বান্দরবান ফারুক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লালমিনসু ম বম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো:শামসুল ইসলাম।
নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ঠ এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হলেন ক্যাজাইন প্রু মার্মা, সহ-সভাপতি ছকিনা আক্তার কুসুম, সহ-সভাপতি (মহিলা) তন্নী দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক অংচমং মার্মা, যুগ্ম সম্পাদক আবু ফারুক, সাংগঠনিক সম্পাদক চামরুই ম্রো , অর্থ সম্পাদক রেহানা আক্তার, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
3 মন্তব্য
amader alikadame o dorkar
পাহাড় বার্তার সংশ্লিষ্ট সম্মানিত সকল সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বাসু দাদা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পাহাড় বার্তা সকল সাংবাদিক ও সকল সম্পাদকগনকে অসংখ্য ধন্যবাদ জানাই।