স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মা কামরুন নাহার ও তার মেয়ে সুপ্রিয়া বেগম নিখোঁজ হলেও গতকাল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারনে তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে আবহাওয়া অনুকুলে থাকায় ফের উদ্ধার তৎপরতা শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে বান্দরবানে বন্যার পানি নেমে যাবার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম পাহাড়বার্তাকে বলেন, গতকাল কাজ করা বেশ ঝুঁকিপূর্ন ছিল, তাই কাজ বন্ধ রাখতে হয়েছিল, আজ ফের আমরা কাজ শুরু করেছি।