বান্দরবানে লাশের সন্ধানে উদ্ধার অভিযান ফের শুরু

purabi burmese market

বান্দরবানের আগাপাড়া থেকে দুপুর ১টার দিকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়
বান্দরবান জেলা শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে বসতঘরে মাটিতে চাপা পড়া মা ও মেয়ের লাশের সন্ধানে আজ সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী, দমকলকর্মী ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মা কামরুন নাহার ও তার মেয়ে সুপ্রিয়া বেগম নিখোঁজ হলেও গতকাল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারনে তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে আবহাওয়া অনুকুলে থাকায় ফের উদ্ধার তৎপরতা শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
বান্দরবানের আগাপাড়ায় মা মেয়ের লাশের সন্ধানে উদ্ধার অভিযান
বুধবার দুপুরে রাঙামাটি থেকে বান্দরবান এসে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এবং ত্রাণ সহায়তা প্রদান করবেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে বান্দরবানে বন্যার পানি নেমে যাবার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম পাহাড়বার্তাকে বলেন, গতকাল কাজ করা বেশ ঝুঁকিপূর্ন ছিল, তাই কাজ বন্ধ রাখতে হয়েছিল, আজ ফের আমরা কাজ শুরু করেছি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।