বান্দরবানে শুরু হয়েছে ভ্যাট মেলা

purabi burmese market

গত জানুয়ারী মাসে অনুষ্ঠিত ভ্যাট মেলার সফলতার ধারাবাহিকতায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট,বান্দরবান জেলায় আবারও শুরু হয়েছে ভ্যাট মেলা।

আগামীকাল ১১ ফেব্রয়ারী বান্দরবান শহরের কাস্টমস কার্যালয়ে এই মেলা চলবে ।

সুত্রে জানা যায়,এবারের মেলায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আততায় অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান , রিটার্ন দাখিল, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা প্রদান করা হচ্ছে।

কোভিড ১৯ পরিস্থিতির কারনে এ মেলাটি স্বল্প পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক আয়োজন করা হয়েছে।

এ ব্যপারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট বিষয়ে করদাতাদের সচেতন করার জন্য মূলত এই ভ্যাট মেলার আয়োজন করা হয়েছে।

dhaka tribune ad2

তিনি আরো বলেন ,একই সাথে ভ্যাটের আওতা বৃদ্ধি এবং ভ্যাট বিষয়ে অস্পষ্টতা ভীতি দূর করাই এই ভ্যাট মেলার মূল উদ্দেশ্য। এই পর্যন্ত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট,বান্দরবান ডিভিশনে ২টি ইউএফডি মেশিন বসানো হয়েছে আরো ৭টি মেসিন বসানো হবে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন সকলের সহযোগিতায় এই ভ্যাট মেলাকে সফল করার জন্য আহবান জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।