বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এর পরপরই গুরু বন্দনা,হরি কীর্ত্তণ,শ্রী শ্রী চন্ডী পাঠ, গুরু পূজা ,দীক্ষা দান ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এসময় শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ,সন্তোষানন্দ ব্রহ্মচারী মহারাজ,স্বামী হরিকৃপানন্দ গিরি মহারাজ, শংকর মিশন বান্দরবানের গীতাযজ্ঞ কমিটির সভাপতি ডা:শংকর প্রসাদ দাশ,সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, কোষাধ্যক্ষ আশিষ আইচসহ বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগণ উপস্থিত ছিলেন।
গীতাযজ্ঞ অনুষ্ঠানে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তবৃন্দের আগমন ঘটে এবং দিনব্যাপী মাঙ্গলিক বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় মিলিত হয় সকলে।