বান্দরবান পার্বত্য জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। জেলা প্রশাসন সুত্রে জানা যায়,আগামী ৩১আগষ্ট বুধবার সকাল এগারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সাম্প্রতিক ঘটনা পর্যালোচনাসহ জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসক মতবিনিময় করবেন । এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বান্দরবানের জেলা প্রশাসন এক চিঠিতে উল্লেখ্য দিনে বান্দরবানে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিত থেকে এলাকার উন্নয়ন ও গুরুত্বপুর্ণ মতামত প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছে।