আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান অরুণ সারকি টাউন হল মিলনায়তনে এই বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
এসময় দলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন । এছাড়াও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়া আগামী সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।