বান্দরবান জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এমন সিদ্ধান্ত জানানো হয়।
যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বান্দরবান জেলা কমিটি বিলুপ্ত করেছেন। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় টিমকে আহবায়ক কমিটির খসড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে বান্দরবান জেলা যুবদল কমিটির বিলুপ্ত ঘোষণার সংবাদে জেলা যুবদল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। হারুণ-শিমুল কমিটির বিলুপ্তি ঘোষণা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য,কয়েক দিন আগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশের সংগঠন বিরোধী ষড়যন্ত্রের একটি অডিও ক্লিপ ফাঁস হবার কয়দিনের মধ্যেই তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।