জাতির পিতার জন্মশত বার্ষিকীতে রাঙামাটিতে কর্মসূচি পালিত

NewsDetails_01

জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আজ বুধবার সকাল ৮ টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আজ বুধবার সকাল ৮ টায় রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান সর্বপ্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেন। এর রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ অন্যান্যরা বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দেন।

NewsDetails_03

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ, এলজিইডি, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, জেলা আনসার, রাঙামাটি পৌরসভা,গণপুর্ত বিভাগ, বাংলাদেশ মহিলা সংস্থা, জেলা ফায়ার সার্ভিস, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, জেলা প্রাণী সম্পদ কার্যালয়, জেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রসহ সরকারী বেসরকারী নানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন