বান্দরবানের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল এগরটায় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাতে মিলিত হন। এই সময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নতুন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে বান্দরবানের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন এবং তাদের মধ্যে প্রায় একঘন্টা আলাপ হয় বলে জানা গেছে।
এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মা পাহাড়বার্তাকে সাক্ষাতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।