এই মানুষটি তিনিই…. । ৮০’র দশকে যিনি উচ্চ শিক্ষা আহরণ করার ব্রত নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌছেছিলেন… যখন এখানে হাতে গোনা সীমিত সংখ্যক পরিবার তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পৌছানোর সুযোগ করে দিতে পারতো। সাধারণ পরিবারে বেড়ে ওঠেও মতিহারের সেই সবুজ চত্বরে একদিন তিনি অন্ধকারাচ্ছন্ন এই বান্দরবানকে আলোকিত করার, বদলে যাওয়ার, বদলে দেয়ার স্বপ্ন বুনতেন…. শিক্ষা জীবনের ইতি টেনেই তিনি শিক্ষা-দীক্ষায় অনুন্নত বান্দরবানকে আলোকিত করার ব্রতে আলোর মশাল প্রজ্জলিত করেন… আর পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষ খুঁজে পায় তাদের কাঙ্খিত আলোর ঠিকানা….।
ছবির এই ক্ষণটি গত শুক্রবার সন্ধ্যায়… জেলা প্রশাসকের অফিস কক্ষের। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলার সুয়ালকে ক্রয়কৃত জমির কবুলিয়তে সই করছেন শিক্ষার অগ্রদূত, গণ মানুষের ভালবাসা সিক্ত প্রিয় নাম বীর বাহাদুর উশৈসিং এম,পি। আর ২০১৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করলেন বর্তমানে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। হয়তো এই ছবিটাই কোন একদিন কালের সাক্ষী হয়ে কথা বলবে…।
লেখক:
সাদেক হোসেন চৌধুরী
সম্পাদক
পাহাড়বার্তা ডটকম।
salute sir apnake.
sapno sofal hok.