বান্দরবান সদর উপজেলা পরিষদের ৪৫তম মাসিক সভা অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবান সদর উপজেলা পরিষদের ৪৫তম মাসিক সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবান সদর উপজেলা পরিষদের ৪৫ তম মাসিক সমন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মাসিক সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েল পি.এস.সি। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু মার্মা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দীন, পরিবার পরিকল্পনা অফিসার কৃপাময় চাকমা, বন বিভাগের প্রতিনিধি ব্রজ গোপাল, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মা, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মার্মা সাবু, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রো , রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মার্মা সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রতিনিয়ত উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগের কর্মর্কতা-কর্মচারী, বা প্রতিনিধিগণ উপস্থিত থেকে সরকারের কার্যক্রম গুলো সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা সে ব্যাপারে আপনারা আপনাদের মতামত গুলো ইতিমধ্যে তুলে ধরেছেন, আর কোন কোন কাজকে অগ্রাধিকার ভিত্তিতে করা জরুরী, সেই বিষয় গুলো তুলে ধরেছেন, উপজেলা প্রশাসন গুরুত্ব সহকারে সেই কাজ গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা গুলো পাঠাবে, আশা করি আপনারা আপনাদের সকলের উপর নিজ নিজ অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করলে জনগন উপজেলা প্রশাসন থেকে সঠিক সেবা ও সঠিক তথ্য পাবে।
সভার সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন, আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে দেশের জনগনের সেবাই নিয়োজিত, উপজেলা প্রশাসনের প্রত্যেক বিভাগকে সচ্ছতা ও জবাব দিহিতা মূলক ভাবে সরকারী কাজ গুলো করতে হবে। কেউ যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন না করে তাহলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন