বিএনপি আমলে ক্ষমতার অপব্যবহার করে যারা সম্পদের পাহাড় গড়েছে, তাঁরা ষড়যন্ত্র করছে

খাগড়াছড়িতে বিএনপি’র অভিযোগ

purabi burmese market

খাগড়াছড়িতে জেলা বিএনপি;র সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া’র বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে তা প্রতিহতের হুশিয়ারি দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

আজ সোমবার (২৭ মার্চ) খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে যৌথ সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, জেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে সম্পর্ক নেই এমন কতিপয় সুবিধাবাদী ব্যক্তি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইঁয়ার বিরুদ্ধে নানামুখী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, কতিপয় সুবিধাবাদীরা বিএনপি সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন। কিন্তু দলের দু:সময়ে হামলা ও মামলায় বিপর্যস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো দূরের কথা, কোন খোঁজ-খবর রাখেনি। কোন আন্দোলন-সংগ্রামে নেই। অথচ নির্বাচন ঘনিয়ে আসায় এখন আবার নানা তৎপরতা শুরু করেছে। দলের নেতৃত্বে বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, মিথ্যাচার করছে। এ ঘটনাকে খাগড়াছড়ি জেলা বিএনপির আবেগ ও অনুভূতির উপর আঘাত আখ্যায়িত করে চক্রটির অপতৎপরতা সম্পর্কে সর্তক থাকার আহবান জানানো হয়।

যৌথ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া।

সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি যথাক্রমে কংচাইরী মারমা, বেলাল হোসেন, হাফেজ আহাম্মদ ভূঁইয়া ও ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক যথাক্রমে এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুর রব রাজা ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া ও সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা শ্রমিক দলের সহ সভাপতি রতন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া ছাড়াও জেলার ৯টি উপজেলা ও তিন পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।