খাগড়াছড়ির মাটিরাঙ্গার লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম নামে (১২) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।
সে ফরিদ ডিলার পাড়ার জয়নাল আবেদীনে ছেলে। একইসাথে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। আজ বুধবার ১৭ জুলাই দুপুরের দিকে লাতু লিডার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, লেকের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাইফুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।