মাটিরাঙ্গায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
মহামান্য হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। একই সাথে অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মাটিরাঙ্গার নতুনপাড়া ও আদর্শগ্রাম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

অভিাযানে, নতুন পাড়ার এ সেভেন সেভেন ইউনিট-১ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে, জালানি কাঠ ব্যাবহার করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা। একইসাথে, এ সেভেন সেভেন ইউনিট-৩ এবং আদর্শগ্রামের এমডিএম ব্রিকস কে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা রেঞ্জ কমকর্তা মো. আতাউর রহমান লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আদেশ মূলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলার দুটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।