মাটিরাঙ্গায় ৬টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাৎসব

NewsDetails_01

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাৎসব উদযাপিত হবে।

এ বছর মোট ৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পুজার আয়োজন প্রায় শেষের পথে, প্রতিমা তৈরীর কাজ শেষে ডেকোরেশন ও রং তুলিসহ গেইট নির্মান কাজও প্রায় শেষ ।

ইতিমধ্যে উপজেলার পূজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা করেছে।

NewsDetails_03

এ বছর ১০ অক্টোবর মহা পঞ্চমী,১১ অক্টোবর মহা ৬ষ্ঠী,১২ অক্টোবর মহা সপ্তমী,১৩ অক্টোবর মহা অষ্টমী,১৪ অক্টোবর মহা নবমী ও ১৫ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

মাটিরাঙ্গা শারদীয় দূর্গাৎসব উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রীমান ছেত্রী বলেন,শারদীয় দূর্গাৎসব কে ঘিরে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এ বছর মাটিরাঙ্গায় ৬টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মাটিরাঙ্গা সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির মাটিরাঙ্গা সদর,গোমতি কালীবাড়ি মন্দির ও জগন্নাথ মন্দির,বড়নাল ডাক বাংলা বাজার দূর্গা মন্দির,তবলছড়ি লাইফু কার্বারিপাড়া দূর্গা মন্দির,তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দির এবং বলিটিলা শঙ্করমঠ দূর্গামণ্ডপ মাটিরাঙ্গা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন,আসন্ন শারদীয় দূর্গাৎসব কে ঘিরে পূজা মন্ডপ গুলোর ব্যাপ

আরও পড়ুন