পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে আজ রাত সাড়ে বারটায় ফোনে এই তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আজ শুক্রবার রাত ১০টা ৩০মিনিটে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মিজানুর রহমান বিপ্লব জেলা আওয়ামী লীগের সাবেক জনপ্রিয় নেতা মখলেছুর রহমান চৌধুরী এর প্রথম সন্তান।