যে কারণে বান্দরবানে অভিনেতা জয়

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে টিভি নাটকে এখন কমই দেখা যায়। কারণ, ব্যস্ত সময় পার করছেন একাধিক টিভি অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনা নিয়ে। তাছাড়া সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ারের সর্বোচ্চ জনপ্রিয়তা এসেছে এই উপস্থাপনা দিয়েই।অভিনয়-উপস্থাপনার বাইরে তাকে এবার পাওয়া যাবে একটু অন্যভাবে। সম্প্রতি তিনি মডেল হলেন একটি মিউজিক ভিডিওতে। যার জন্য ঢাকা থেকে ছুটে গেলেন দূর বান্দবানে। কাজটির নাম ‘জানি আসবে তুমি’।গানটিতে কণ্ঠ দিয়েছেন জান্নাতুল ফিরদাউস ইভা। তিনি নিজেই জয়ের বিপরীতে আছেন ভিডিওতে। সম্প্রতি পুরো শুটিং হয়েছে বান্দরবানের বিভিন্ন লোকেশনে। নির্মাণ করেছেন লতা আচারিয়া।তারও আগে তানিয়া সুলতানার কথায় গানটির সুর-সংগীত করেছেন শান।মডেল জয় জানালেন, ‘সুন্দর গান। দারুণ লোকেশন। কাজটি ভালোই হবে।’এদিকে কণ্ঠশিল্পী জান্নাতুল ফিরদাউস ইভা বলেন, ‘একেবারেই অন্যরকম মেলোডিয়াস একটি গান করলাম। শান দুর্দান্ত কাজ করেছেন। লতার পরিচালনায় ভিডিওটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে লোকেশন ও আমার মডেল জয়।আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ভিডিওটি ২৯ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন