আসন্ন ৭ম ধাপের ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করা, বিদ্রোহী প্রার্থী হওয়া ও দল নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্যের অভিযোগে লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেকসহ ৮ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা অাওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করা, বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়া ও অাওয়ামী লীগের বিরুদ্ধে কুরুচিপুর্ণ মন্তব্য করার অভিযোগে গঠনতন্ত্রের প্রস্তাবনা ৪৭ প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ১১ ভঙ্গের দায়ে লংগদু উপজেলার ৮ নেতাকে অব্যাহিত দেয়া হয়েছে।
তারা হলেন- লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সহ সভাপতি অাব্দুর রহিম, গুলশাখালী ইউনিয়ন অাওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ রাকিব, বগাচত্বর ইউনিয়ন অাওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বোরহান উদ্দিন, ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ, লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুলীন মিত্র চাকমা অাদু, লংগদু উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন কমল।
একই সাথে লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়।