গত দুদিনে করোনা পজেটিভ না আসা স্থানীয়দের মনোযোগ যখন ঘুর্নিঝড় আম্পনকে নিয়ে , ঠিক তখনই রাঙামাটিবাসীর জন্য এসেছে বড় দুঃসংবাদ। একদিনেই রেকর্ড ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার বিকেলে (২০ মে) রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রাম ভেটেনারী ও এ্যানিমেল সায়েন্স ( সিভাসু) থেকে অাসা রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়া ১৭ জনের রাঙামাটি শহরের চক্র পাড়ার ১ জন, রাজবাড়ী ১ জন, মানিকছড়ি ১ জন, দেওয়ান পাড়া ১ জন, হাসপাতাল এলাকা ২ জন, উত্তর কালিন্দিপুর ৩ জন, রাঙ্গাপানি ১ জন, মাঝের বস্তী ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনী ১ জন, রায় বাহাদুর সড়ক ৩ জন, কল্যাণপুর ১ জন ও ওমদামিয়া হিল ১জন।
এর আগে জেলায় ২৬ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে করোনা অাক্রান্তের সংখ্যা ৪৩ এ গিয়ে ঠেকল।