রাঙামাটিতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

সারা দেশের ন্যায় রাঙামাটি সদর উপজেলায়ও শুরু হয়েছে “সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)” এর আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় রাঙামাটি সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ১৬৪টি স্কুলে ১৪৪টি টিকাদান কেন্দ্র এবং পৌর এলাকায় ৭২টি স্কুলে ৪০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (১৩ অ‌ক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্য চিং সাগর।

NewsDetails_03

প্রধান অ‌তি‌থির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ থেকে শিশুরা দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকতে পারে। তাই সকল শিক্ষার্থী ও অভিভাবককে এই ক্যাম্পেইনে অংশ নিতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্য চিং সাগর জানান, এ টিকাদান কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকার আওতায় আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকাদানের লক্ষ্যে ইউনিয়ন ও পৌর পর্যায়ে মাঠপর্যায়ের কর্মীরা সচেতনতামূলক প্রচারণা চালানো হ‌চ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন