রাঙামাটির ছাত্রদল নেতা রাসেল দিলেন ৫০ পরিবারকে ঈদ সামগ্রী

রাঙামাটি জেলা ছাত্রদল এর যুগ্ম সম্পাদক কাপ্তাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দর আলী রাসেল এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ৫০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯মে) চন্দ্রঘোনা বারঘোনিয়া ইসলামিয়া কলোনি সংলগ্ন বিএনপি নেতা ডা: রহমত উল্ল্যাহ বাসভবন সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

NewsDetails_03

এই সময় রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা ডা: রহমত উল্ল্যাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম শহীদ মানিক,কাপ্তাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাসুম, যুবদল নেতা মমিনুল ইসলাম, যুবদল নেতা মিলন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদল এর সাধারণ সম্পাদক প্রিয়তোষ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আলম খান রাজু, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদল নেতা মো: রিয়াজ উদ্দিন আকাশ সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ইতিপূর্বে কাপ্তাই ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৯০০ পরিবার, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ২০০ পরিবার এবং উপজেলা কৃষকদলের পক্ষ হতে ২০০ পরিবারকে সহায়তা করা হয়। তিনি আরোও জানান, দেশের এই ক্রান্তিলগ্নে কাপ্তাই উপজেলা বিএনপি অসহায় মানুষের পাশে থাকবে।

আরও পড়ুন