পুলিশ জানায়, শনিবার (৬জুলাই) রাত আনুমানিক ৯ টায় গোপন সংবাদ পেয়ে বরকল মডেল থানার এসআই মোহাম্মদ সোহেল হোসাইন এর নের্তৃত্বে বরকল বাজারের পাশে সোনামনি চাকমার বাড়ি তল্লাসী চালিয়ে ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ বাড়ির মালিক সোনামনি চাকমা (৪৫) কে আটক করে। আটকের পর রবিবার (৭জুলাই) কোটে প্রেরন করা হয়েছে। রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া গ্রামের সোনা রঞ্জন চাকমার ছেলে সোনামনি চাকমা। সেই বর্তমানে বরকল বাজারের পাশে ঘর ভাড়া করে স্ব পরিবারে থাকেন।
বরকল মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান,আটককৃত সোনামনি চাকমার বিরুদ্ধে বরকল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।