রাঙামাটির সৌন্দর্য্যকে বিশ্বের দৌড়গোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগঃ জেলা প্রশাসক সামশুল আরেফিন
তিনি বলেন,পূর্বে রাঙামাটি তথা পার্বত্য এলাকাকে সরকারী চাকুরীজীবীদের জন্য পানিসমেন্ট হিসেবে দেখা হতো কিন্তু এখন তা পুরোপুরি ভিন্ন। জেলা প্রশাসক সামশুল আরেফীন আরো বলেছেন,পার্বত্য চট্রগ্রামের প্রতিটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের দিন বদলের সনদ বাস্তবায়ন করতে হলে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি উন্নয়নের পূর্বশর্ত হিসেবে এলাকায় সম্প্রদায়ির সম্প্রীতি বজায় রেখে সকলকে সৌহার্দপূর্ন পরিবেশে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী ও বিদায়ী সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরী,ভাইস চেয়ারম্যান মংসুউ চৌধুরী,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা ।