মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটি জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলার বর্তমান ডিসি একে এম মামুনুর রশিদ কে খাদ্য মন্ত্রনালয়ে উপসচিব হিসেবে বদলী করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে ডিসি হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দুজন ডিসিকে বদলি করা হয়েছে।
রাঙামাটি জেলার বর্তমান ডিসি একে এম মামুনুর রশিদ প্রায় ৩৫ মাস দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি দুর্যোগ পুর্ব প্রস্তুতি, শক্ত হাতে করোনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ শিক্ষা, পর্যটন এবং সুশৃঙ্খল শহর ব্যবস্থাপনায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।