রাঙামা‌টি‌তে বজ্রপা‌তে যুব‌কের মৃত্যু

রাঙামাটির লংগদু উপ‌জেলায় বজ্রপা‌তে কাউসার (১৮) নামে এক কি‌শো‌রের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার কোরবান আলীর ছেলে। আজ শ‌নিবার (১ মে) ভোরে উপ‌জেলার কালাপাকুজ্জা ইউ‌নিয়‌নের ইসলামপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

NewsDetails_03

জানা গে‌ছে, শনিবার ভো‌রে কাল‌বৈশাখী ঝড় শুরু হ‌লে কাউসার বা‌ড়ির পা‌শের মাঠ থে‌কে গরু আনতে যায়। এসময় বজ্রপা‌তে তার মৃত্যু হয়। এর পাশাপা‌শি বজ্রপা‌তে ওই এলাকার ৩টি গরু মারা যায়।

কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া জানান, বজ্রপাতে ঘটনাস্থ‌লেই ইসলামপুর এলাকার কোরবান আলীর ছে‌লে কাউসা‌রের মৃত্যু হ‌য়ে‌ছে। মারা গে‌ছে ভি‌ন্ন ভিন্ন মা‌লি‌কের তিন‌টি গরু।

আরও পড়ুন