রাঙামা‌টি‌তে বন্যহাতির আক্রমনে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

purabi burmese market

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮)। তি‌নি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ।

সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিহার এর পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি তাঁকে আক্রমন করে এবং ঘটনাস্থলেই মারা যান।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার বন্য হাতির আক্রমনে তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে‌ছে। পরবর্তী অাইনী পদক্ষেপ নেয়া হ‌চ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।