রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় সাইমা (১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাইমা রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় সাইফুল ইসলাম রাসেলের মেয়ে।

সুত্র থেকে জানা যায়, রবিবার সন্ধ্যায় পরিবারের লোকজন ঘরে আড়ার মধ্যে সাইমার ঝুলন্ত লাশ দেখে উদ্ধার করে। প্রেম ঘটিত পারিবারিক কলহের কারণে সাইমা আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারনা।
স্থানীয়রা জানায়, স্থানীয় শাকিল নামের এক ছেলের সাথে ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সাইমার আত্মহত্যার পরপরই শাকিল গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
কোতয়ালী থানার এসআই লিমন বোস জানান, লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মেয়েটির ঘর থেকে একটি চিরকুট, গর্ভবতী নির্ণয়ের কীটসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে। অপমৃত্যু দায়ের করা হয়েছে।