জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল হোসেন প্রমুখ।
মেলায় দশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকারা স্টল দিয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে আরও বেশি মনোযোগী করতে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত হচ্ছে মেলায়।