রাঙ্গামাটিতে ১১১, বান্দরবানে ৭০, খাগড়াছড়িতে ৬৭৫ জন মুক্তিযোদ্ধা

দেশের কোন জেলায় কতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তার হিসাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

NewsDetails_03

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৮২৪ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বৈধ মুক্তিযোদ্ধাদের অনুকূলে স্থায়ী অর্থাৎ ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই দেশব্যাপী একদিনে একযোগে ডিজিটাল সনদ দেয়া হবে।’

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, রাঙ্গামাটিতে ১১১, বান্দরবানে ৭০, খাগড়াছড়িতে ৬৭৫, কক্সবাজারে ৩৫২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

আরও পড়ুন