রাঙ্গামাটির পাকুয়াখালী কাঠু‌রিয়া হত্যার বিচারের দাবি

NewsDetails_01

রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবারদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম‌ অধিকার আন্দোলন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের এক‌টি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সম‌ অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর জেলার লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন কাঠুরিয়াকে শান্তি বাহিনীর সদস্যরা নির্মমভাবে হত্যা করে। তাঁদের মধ্যে ২৮ জনের মরদেহ খুঁজে পাওয়া গেলেও সাত কাঠুরিয়ার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ২৩ বছর পার হলেও এখনো এ ঘটনার বিচার হয়নি। ফলে,পাহাড়ে আঞ্চলিক সংগঠনগু‌লোর অস্ত্রবা‌জি ও চাঁদাবা‌জি অব্যাহত রয়েছে ।

NewsDetails_03

বক্তারা ৯ দফা দা‌বি উত্থাপন করে মান‌বাধিকার ও ন্যায়ের ভি‌ত্তিতে পার্বত্যাঞ্চ‌লে শা‌ন্তি প্র‌তিষ্ঠার জন্য দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে কাঠু‌রিয়া হত্যাকান্ডসহ সকল হত্যাকান্ডের বিচারের দা‌বি জানান।

এ সময় সংগঠনের সি‌নিয়র সহ সভাপ‌তি মো.শাহজাহান, সহ সভাপ‌তি মো. শাহ আলম, সাংগঠ‌নিক সম্পাদক আবু বক্কর, অর্থ সম্পাদক ম‌তিয়ার রহমান বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ শাহ জাহান প্রমুখ উপস্থিত ছিল।

সংযুক্তিগুলির জাযগা

আরও পড়ুন