রাজগুরু বৌদ্ধ বিহারের কমিটিতে নতুন মুখ

purabi burmese market

বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের (খিয়াংওয়াক্যং) এর অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বোমাং সার্কেল চিফ রাজা বোমাংগ্রী উ চ প্রু স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করা হয় ।

রাজকুমার মংঙোয়ে প্রু কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় ।

কমিটিতে বান্দরবান সদরের পুরতান রাজবাড়ির রাজকুমার সাশৈ প্রু হেডম্যান এবং রাজকুমার নুমংপ্রু কে সিনিয়র সদস্য হিসেবে রাখা হয়েছে।

এছাড়াও জেলা সদরের মধ্যম পাড়ার উম্যা মং, পুরাতন রাজাবাড়ির রাজকুমার শৈনু প্রু রুমু,
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উ চিং মং, মধ্যম পাড়ার মং মং সিং, উজানী পাড়ার কো কো ওয়াই, ক্য শৈ চিং, মধ্যম পাড়ার ক্যসিং মং এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং কে রাখা হয়েছে সদস্য হিসেবে।

dhaka tribune ad2

ওই চিঠিতে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে । এছাড়াও অন্তর্বর্তীকালীন এই কমিটি রাজগুরু বৌদ্ধ বিহারের পরিচালনা নীতিমালা প্রণয়ন করবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত উক্ত বিহারের সার্বিক কর্মকান্ড পরিচালনা করবে ।

বোমাং রাজা উ চ প্রু জানান, অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি গঠন করে দেয়া হয়েছে। আশা করি তারা একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।