রানী মা ওয়ং প্রু’কে শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী বীর বাহাদুর

বোমাং সার্কেলের ১৭ তম রাজা উচপ্রু’র সহধর্মিণী প্রয়াত রাণী ডঃ মাওয়ংপ্রু’কে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বান্দরবানের জাদিপাড়াস্থ রাজবাড়ীতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং সার্কেলের চীফ রাজা উচপ্রু চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, রাজপরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বোমাং সার্কেলের চীফ রাজা উচপ্রু চৌধুরীর সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় রাজপরিবারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রানীমাতাকে সম্মানের সহিত শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার পরামর্শ প্রদান করেন মন্ত্রী।

NewsDetails_03

মন্ত্রী এসময় বলেন, মহামারি কোভিড ১৯ করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে রানীমাতার শেষকৃত্য অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে হবে।

সূত্রে জানা যায়, ১০ মে রোববার রাত পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে বান্দরবান জেলা শহরের নিজ বাস ভবনে রানী ডঃ মাওয়ংপ্রু পরোলোক গমন করেন,মৃত্যুকালে রাণী মাতার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

রাজপুত্র চসিং প্রু বনি জানান, রাণীমাতার শেষকৃত্য অনুষ্ঠান আগামী ১৮মে বান্দরবানের কেন্দ্রীয় মারমা মহা শ্বশানে অনুষ্ঠিত হবে, সেই হিসাবে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে রানী মাতার প্রয়ানে বান্দরবানের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন