রামগড়ে বৌদ্ধ মন্দিরের সভাপতি, সম্পাদকদের নিয়ে সভা

NewsDetails_01

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা কে কেন্দ্র করে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা নিয়ে খাগড়াছড়ির রামগড়ে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর বারোটায় রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে রামগড় অডিটরিয়ামে এক বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরের সভাপতি-সম্পাদকদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, চৌধুরী পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মংশেপ্রু চৌধুর, মাস্টার পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি উক্যচিং চৌধুরী, অঙ্গলা পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মোবা মারমা প্রমুখ।

NewsDetails_03

সভায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার মতো জঘন্য ঘটনায় প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তারা বলেন, তিন পার্বত্য জেলায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রামগড় উপজেলার ঐতিহ্য যাতে কেউ ঠুনকো অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে না পারে জনগণকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার উপজেলা সদর ও প্রত্যন্ত অঞ্চলের ৫৯টি বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের মন্দির পরিচালনা পর্যদকে প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০শে জানুয়ারি খাগড়াছড়ি সদরের আনন্দ মুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধ মহাথেরো কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন