রুমায় পাহাড় ধসের আশংকা, পানি বন্দি অনেক পরিবার
টানা চার দিনের ভারী প্রবল বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাতে থেমে থেমে বৃষ্টিপাতের শুরু হওয়ায় পানি বন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে কবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (১লা আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান একথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগকালিন সময়ে সাধারণ মানুষের জরুরী তথ্য ও সেবা দিতে “হেল্প ডেস্ক” খোলা হয়েছে। তাছাড়া পাহাড়ের পাদদেশে অবস্থান করা মানুষগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আসতে বারবার মাইকিং করা হয়েছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী জুবায়ের জুয়েল বলেন, সাঙ্গু নদী তীরবর্তীতে চাষিরা জমিতে তেমন সব সবজি চাষ করেনি। ঠিক একইভাবে রুমাখাল, পাইন্দু খাল ও পলি খালের ধারে চাষিরাও এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো সেই ধরনের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে কোথাও জুম পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।
গত তিন দিন ধরে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে রুমার বেশ কয়েকটি জায়গায় পানি বন্দিতে পড়েছে- সাধারণ মানুষ। তারমধ্যে রুমা খালের পাঁচটি পাড়ার প্রায় ২০০জন, পলি খালের ৭টি পাড়া প্রায় ২৫০ জন এবং চেমা খালের ১৫টি পাড়ার প্রায় ৭০০জন, পাইন্দূ খালের ৬টি পাড়ার ২০০জন। ওইসব খালগুলোতে পানি বেড়ে যাওয়ায় তারা রুমা সদরের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে রুমার পাইন্দু ইউনিয়নের গঙ্গা পাড়া বাসিন্দা চথোয়াইপ্রু মারমা জানান, ভারী প্রবল বৃষ্টিপাতে পানিতে সাঙ্গু নদীর তীরে চাষ করা সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন তারা।