রুমায় পর্যটক গাইডদের প্রশিক্ষণ শুরু

purabi burmese market

রুমায় পর্যটক গাইডদের প্রশিক্ষণ শুরু
বান্দরবানের রুমা উপজেলায় পর্যটন শিল্প বিকাশ ও গাইডদের দক্ষ করে গড়ে তুলতে ১০দিনের প্রশিক্ষণ কর্মশালা গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইসিমোড‘র হিমালিকা প্রকল্পের আওতায় বান্দরবানের রুমা উপজেলায় জৌমি রিসোর্টে এ কর্মশালা চলছে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন জাতীয় হোটেল ও পর্যটন ট্রেনিং ইনষ্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক এস এম মুজাহিদুল আলম।
হিমালিকা‘র জেলা সমন্বয়কারি খেমাজন ত্রিপুরা জানান, ১০দিনের এই কর্মশালায় রুমা উপজেলার ২২জন গাইড অংশ নিচ্ছে। প্রশিক্ষণ কর্মশালা আগামী ২২সেপ্টেম্বর শেষ হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।