পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অতি দরিদ্র ব্যক্তি ও পরিবারকে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের ৬হাজার ২২জন দু:স্থ পরিবারের মাঝে মাথা পিছু ১০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাইন্দু ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম।
এসময় ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমা সদর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়ন পরিষদ সমূহে ভিজিএফ চাল বিতরণ পরিদর্শন করেন।
উহ্লামং মারমা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষনিক তত্ত্ববধানে রয়েছে। তাই এসব চাল বিতরণে অনিয়মের কোনো সুযোগ নেই।
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দুইটি স্মারক মূলে সরকার জেলা প্রশাসক মাধ্যমে উপজেলার চারটি ইউনিয়নের অনুকূলে মোট ৬২মেট্রিকটন ২০কেজি খাদ্যশষ্য চাল উপ- বরাদ্ধ প্রদান করে।