রুমায় মিনঝিরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

purabi burmese market

রুমায় মিনঝিরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
বান্দরবানের রুমা সদরে মিনঝিরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম। বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি চাইগ্য প্রু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোছাইন, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংচিংথোয়াই মারমা, পাড়া প্রধান থোয়াইচিং মারমা কারবারী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দীক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভার এক পর্যায়ে ২০১৬সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন সময়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জিত শিক্ষার্থীগণ ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।