আজ বৃহস্পতিবার দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হ্লাশৈনু মারমা জানান, পরীক্ষা পরিচালনা কমিটির এক সিদ্ধান্তের আলোকে আগের বারের ন্যায় এবারও সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে এস.এসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও প্রথম শ্রেণি ম্যাজিষ্টেট মোহাম্মদ শামসুল আলম পরীক্ষা চলাকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রে আশ-পাশে কোনো উচ্চস্বরে মাইক ব্যবহার, ২শ গজের মধ্যে যানবাহন ও সাধারণ লোকজনের অবৈধ চলাফেরা নিষিদ্ধ করে ১৪৪ধারা জারি করেছেন। তাছাড়া জেলা ও শিক্ষা বোর্ডের দায়িত্ব প্রাপ্ত ভিজিলেন্স দলের সদস্যরা পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময়ে পরীক্ষা হল পরিদর্শন ও পর্যক্ষেণ করেছেন। এ কেন্দ্রে প্রয়োজনীয় নিছিদ্র ব্যবস্থা থাকায় নকল মুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাগুলো হবে বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ।