বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থায়নে পবিত্র রমজান মাসে রোয়াংছড়ি বাজার এলাকায় বসবাসরত দু:স্থ মুসলিম রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা আজ রোববার বিকালে (৩ মে) নিজের সঞ্চিত টাকা দিয়ে দু:স্থ ও কর্মহীন মুসলিম পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি গরীব ও কর্মহীন পরিবারে জন্য খাদ্য সামগ্রী ক্রয় করে নিজ হাতে বিতরণ করেন। তিনি রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় নিজ অর্থে যানবাহনসহ বসতঘরে ব্লেসিং পাউডার দিয়ে স্প্রে করেন।
এসময় সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অংসিংউ মারমা ও ছাত্রলীগ নেতা থুইথুইনু মারমাসহ আরো অনেকে।
ইফতার সামগ্রী বিতরণে সময় মংটিংওয়াই মারমা বলেন, আমি একজন গরীবের ছেলে। তারপরও সামর্থ অনুযায়ী দু:সময়ে দু:স্থ ও কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করছি।