রোয়াংছড়িতে ইফতার সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা মংটিংওয়াই

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থায়নে পবিত্র রমজান মাসে রোয়াংছড়ি বাজার এলাকায় বসবাসরত দু:স্থ মুসলিম রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা আজ রোববার বিকালে (৩ মে) নিজের সঞ্চিত টাকা দিয়ে দু:স্থ ও কর্মহীন মুসলিম পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি গরীব ও কর্মহীন পরিবারে জন্য খাদ্য সামগ্রী ক্রয় করে নিজ হাতে বিতরণ করেন। তিনি রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় নিজ অর্থে যানবাহনসহ বসতঘরে ব্লেসিং পাউডার দিয়ে স্প্রে করেন।

NewsDetails_03

এসময় সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অংসিংউ মারমা ও ছাত্রলীগ নেতা থুইথুইনু মারমাসহ আরো অনেকে।

ইফতার সামগ্রী বিতরণে সময় মংটিংওয়াই মারমা বলেন, আমি একজন গরীবের ছেলে। তারপরও সামর্থ অনুযায়ী দু:সময়ে দু:স্থ ও কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

আরও পড়ুন