পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরে ন্যায় এবারো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কর্তৃক বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে নানা বয়সি শিশুর কিশোর,নর-নারীসহ সকল মুসলিম দু:স্থ পরিবারের মাঝে বিভিন্ন ধরণের বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টায় বস্ত্র বিতরণে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়াংছড়ি উপজেলা সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,এমপি প্রতিনিধি নেইতং বুইতিং বম,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম সোবহান,শ্রমিক লীগের সভাপতি আথুইমং মারমা প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।