বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) ও রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২য় পর্যায় রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং দুঃস্থ পরিবারদের মধ্যে বিনামূল্যে ৯৭ টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নেইতন বুইতিং বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাউসাং মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এসময় স্থানীয় এলাকার হেডম্যান,মেম্বার,কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সোলার প্যানেল গ্রাহকরা উপস্থিত ছিলেন।