বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম ও বিদ্যুৎ বিহীন এলাকার বসবাসরত হতদরিদ্র পরিবারের মাঝে ৬৪টি সোলার প্যানেল উপজেলা পরিষদের মিলনায়তনে বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা উপস্থিতিত্বে সোলার প্যানেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,রোয়াংছড়ি সদর ইউপি ৯নং ওয়ার্ডে মেম্বার মেচিংঅং মারমা,৪নং ওয়ার্ড ইউপি মেম্বার ক্যনুমং মারমা প্রমুখ।