রোয়াংছড়ি মহিলা আওয়ামী লীগের সম্মেলন : সভানেত্রী অংম্রাচিং, সাধারণ সম্পাদক মাউসাং

NewsDetails_01

রোয়াংছড়ি মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যরা
বান্দরবান মহিলা আওয়ামীলীগ রোয়াংছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রোয়াংছড়ি উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সুনিতা তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জোহরা বেগমসহ অনেকে।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার চেষ্ঠায় বান্দরবান একটি উন্নত জেলায় পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে আমাদের এ দেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এ সময় তিনি বর্তমান সরকারের এ ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দেবার আহবান জানান।
পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি অংম্রাচিং মার্মাকে রোয়াংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মাউসাং মার্মাকে রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষনা দেন।

আরও পড়ুন