লামায় ইয়াবাসহ আটক ২

বান্দবানের লামা উপজেলায় ৪০পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনুপর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরাণার্থী ক্যম্পের বাসিন্দা মো. হোছনের ছেলে কামাল হোসেন (২৭) ও বনপুর এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেনের ছেলে মো. রিপন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, প্রায় সময় কামাল হোসেন বনপুর এলাকার রিপনের নিকট ইয়াবা বিক্রি করেন। রিপন অন্য ব্যবসার আড়ালে এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। এক পর্যায়ে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিক্রিকালে হাতেনাতে ৪০পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে স্থানীয়রা বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। পরে আটকদেরকে থানায় সোপর্দ করে বিজিবি’র সদস্যরা।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন