রিটার্নিং অফিসারের অধীনে কেন্দ্রে ১জন প্রিজাইডিং অফিসার, ৩জন সহকারি প্রিজাইডিং অফিসার ও বুথ প্রতি ২ জন করে ৬জন পুলিং অফিসার ভোট গ্রহন কাজে দায়িত্ব পালন করেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষায় প্রতি কেন্দ্রে পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, উপ-সহকারী পরিদর্শক এবং পুলিশ সদস্যসহ পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য মোতায়েন ছিল। সেই সাথে সার্বিক আইনশৃংখলা রক্ষায় মাঠে নিয়োজিত ছিল, ২জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট এ আসনের নির্বাচিত সদস্য আবদুল শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
লামা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নববিন্দু নারায়ন চাকমা নির্বাচনের ফলাফল ঘোষনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। নির্বাচনের সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।