লামায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ
বান্দরবানের লামা উপজেলায় ৭টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক,ওয়াটার ইউজার কমিটি, ইপিআই ও বাজার কমিটির প্রতিনিধিদের স্বাস্থ্য উপকরণ প্রদান করেছে কারিতাস স্যাপলিং প্রকল্প।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত দুদিন ধরে বিনামূল্যে এসব উপকরণ প্রদান করা হয়। প্রদান করা হয়- ১০ হাজার ৭২৮টি সাবান ও ৪২৫ কেজি বিøচিং পাউডার।
প্রকল্পের এডমিন জোন কো-অর্ডিনেটর মো. ইয়াহিয়া আহমেদ প্রতিনিধিদের হাতে এসব উপকরণ তুলে দেন। এ সময় তাহজিংডংয়ের মাঠ বাস্তবায়ন সমন্বয়কারী তম্ম চাকমা, কারিতাসের উপজেলা ডিআরআর কর্মকর্তা থুইহ্লাচি মারমা, ওয়াশ কর্মকর্তা রোমন তালুকদার, এরিয়া কো-অর্ডিনেটর মনিকা রায়, মাঠ সহায়ক বাবু মং ও মো. সাইফুল উপস্থিত ছিলেন।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামন এড়াতে স্বাস্থ্য বিধি অনুযায়ী সাবান, স্যাভলন ও বিøচিং পাউড়ার ব্যাবহারে উৎসাহিত করা হয়। স্বাস্থ্যবিধি মেনে নিয়মানুযায়ী সাবান এবং ব্লিচিং পাউডার ব্যবহারের উৎসাহিত করা হয়।