লামায় কৃষকদের এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ

NewsDetails_01

লামায় কৃষকদের এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণে অতিথিবৃন্দ
পার্বত্য অঞ্চলে দরিদ্র কৃষকের উন্নয়নের লক্ষে বান্দরবানের লামা উপজেলায় এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাসের এগ্রো ইকোলজি সিএইচটি প্রকল্পের উদ্যোগে প্রকল্পের উপজেলা কার্যালয় ও পাড়া পর্যায়ে পাঁচটি ব্যাচে গত ৫দিনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোপন চৌধুরী ও সুকুমার দেওয়ানজী, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো. ফরহাদ আজিম, মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। কৃষি প্রতিবেশ রক্ষা করে ধান, সবজি, অর্থকরি, জুম চাষ, বাগান স্থাপন, কেঁচো সার উৎপাদন, জৈব বালাই নাশক তৈরি, দেশিয় প্রজাতির বীজ সংরক্ষণ করে চাষাবাদের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপকারভোগী ১২৭জন কৃষক অংশ নেয়।
প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, এগ্রো ইকোলজি সিএইচটি প্রকল্পের আওতায় ধাপে ধাপে আরো ৩২৩জন উপকারভোগী কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন