লামায় গাঁজাসহ যুবক আটক

বান্দরবানের লামা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর শুক্কুর নামে (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বদুরঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুর শুক্কুর বদুরিিঝরির বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আব্দুর শুক্কুর নেশাজাতীয় দ্রব্য গাঁজা সেবন ও এলাকায় বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশ শুক্রবার বিকাল ৪টার দিকে বদুরঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ নিজ বসতঘর থেকে আব্দুর শুক্কুরকে হাতে নাতে আটক করেন।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন গাঁজাসহ আব্দুর শুক্কুরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন